রাত ১০:৩৪,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সপ্তাহে একদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের পড়াবেন : ডিসি

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে পাঠদান ও ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। পড়াশুনা করে শিক্ষার্থীদের জনগণের সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে হবে। আমার স্কুল কর্মসূচীর মাধ্যমে আপনাদের উপস্থিতি নিশ্চিত করা হবে। জেলা প্রশাসক শিক্ষকদের সপ্তাহে একদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের পড়াবেন।
মঙ্গলবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, মৎস্য অফিসার অমিত পান্ডে, বিআরডিবি অফিসার আরিফুল ইসলাম, পল্লী দারিদ্র অফিসার শিবেন্দ্র চন্দ্র পাল, জনসাস্থ্য অফিসার রাম কুমার সাহা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রাব্বি প্রমুখ।