সকাল ১১:৪৮,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সরকারের পাশাপাশি বিত্তশালীদের খাদ্য সহায়তায় এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুনামগঞ্জে পাথারিয়া গ্রামের চার শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার সামছুর রহমান রাজা’র সহায়তায় ৪ টি গ্রামের মানুষের মধ্যে এ সহায়তা দেয়া হয়।
চার শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা তোলে দেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করি ইমন। সামাজিক দূরত্ব অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তোলে দেয়া হয়।
এসময় ব্যারিস্টার এম এনামুল করি ইমন বলেন, বিশ্ব ব্যাপি মহামারি হিসেবে দেখা দিয়েছে করোনা ভাইরাস। বাঁচতে ঘরে থাকতে হবে। অসহায় মানুষদের ঘরে খাদ্য পৌছে দেয়া হবে। শেখ হাসিনার সরকারের আমলে কেউ না খেয়ে মরবে না। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরখাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে।খাদ্য সহায়তা দেয়া তিনি সামছুর রহমান রাজা ধন্যবাদ জানান।