রাত ১১:১৪,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকার কৃষকের মান উন্নয়নে আন্তরিক: জেলা প্রশাসক

জামালগঞ্জ প্রতিনিধি :
জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, হাওরের উঁচু জমিতে ধানের পরিবর্তে সূর্যমূখী চাষ লাভজনক। আগামীতে সরকারি সহযোগিতা বৃদ্ধি করা হবে। হাওরাঞ্চলের সূর্যমুখী চাষে বিপ্লব ঘটাবে। হাওরের কৃষকের মুখে হাসির ঝলক দেখা যাবে। সূর্যমুখী প্রকল্পের মাধ্যমে কৃষকের মনে আশার আলো জেগেছে। সরকার কৃষকের মান উন্নয়নে আন্তরিক।
বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামে সূর্যমুখী প্লট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সস্প্রাসারণ অধিদপ্তরের উপ -পরিচালক মোহাম্মাদ সফর উদ্দিন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আজিজল হক, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার রামেন্দ্র চন্দ্র কর, ইউপি সচিব অজিত কুমার রায়, কৃষক ফজলু মিয়া, তাজ উদ্দিন সাইকুল মিয়া, রজব আলি প্রমুখ।