রাত ৯:২৩,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে : এমপি শামীমা শাহরিয়ার

জামালগঞ্জ প্রতিনিধি :
সিলেট – সুনামগঞ্জ সংরক্ষিত সংসদীয় আসনের এমপি এডভোকেট শামীমা আক্তার খানম বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। সারাদিন স্কুলের ক্লাস, স্মার্টফোন,পড়াশোনা ও ঘুম নিয়ে ব্যস্ত থাকলে তুমাদের শরীর ও মনের বিকাশ সম্ভব নয়। নিয়মিত লেখাপড়ার, খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও শারীরিক পরিশ্রম করতে হবে। সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে হয়ে উঠবে ক্ষুধা, দারিদ্রমুক্ত, সন্ত্রাস – জঙ্গিবাদমুক্ত, উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর।
রোববার সকালে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধান শিক্ষক মোঃ রইছ মিয়া’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক অরূপ নারায়ণ তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, সহকারী শিক্ষক মোঃ আজাদ আল মামুন, মুকুল চন্দ্র রায়, মওলানা সৈয়দ আহমদ, সাকেরা বেগম, হাসনা ইয়াসমীন পিয়ারা, চয়ন কান্তি পুরকায়স্থ, মোঃ নূর জালাল, সুজল চন্দ্র পাল, বিধান চৌধুরী, মাহমুদুল হাসান, মোঃ আনোয়ার হোসেন, মাওঃ শরীফুল ইসলাম, অরুণ রায়, ভাগীরথী রানী রায়, হেপী চৌধুরী, মেহেরুল ইসলাম,আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মখলিছুর রহমান, মানিক মিয়া মেম্বার, মিতালী রায় প্রমুখ।