সলামপুর ফ্রেন্ডস’ ক্লাবকে জার্সি প্রদান করল দিরাই থানা গ্রুপ
দিরাই প্রতিনিধি :
ফেইসবুক বিত্তিক সামাজিক সংঘঠন দিরাই থানা গ্রুপ ( DTG), সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে প্রায় অর্ধযুগ ধরে। তারই ধারাবাহিকতায়
মঙ্গলবার দিরাই থানা গ্রুপটির অস্থায়ী কার্যালয়ে ইসলামপুর ফ্রেন্ড’স ক্লাবের সদস্যদের হাতে এক সেট জার্সি প্রদান করেন গ্রুপের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংঘঠনের সভাপতি বকুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হুসাইন, অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, প্রচার সম্পাদক ইউনুস খান ইমন, ক্রীড়া সম্পাদক বুলবুল ও সদস্য মিজান ইসলাম প্রমুখ