সলুকাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার :
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার সকালে জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত মো.নূরে আলম সিদ্দিকী তপনকে (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহন মিয়াকে (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী রমজান আলীকে (ঘোড়া) এবং স্বতন্ত্র প্রার্থী শেখ তোফায়েল লিটনকে (আনারস) প্রতীক পেয়েছেন।
এ ব্যপারে জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, আগামী ২৯ মার্চ সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়ে তারা এখন প্রচার ও প্রচারণা চালাতে পারবেন।