রাত ২:৩১,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সাংবাদিক আবেদ মাহমুদের মৃৃতুতে তাহিরপুর প্রেসক্লাবের শোকবার্তা

তাহিরপুর প্রতিনিধি :
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ষ্টাফ রিপোর্টার, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকাশক এবং সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটের সদস্য সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর(৪৫) অকাল মৃতুতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব গভীর শোকবার্তা জানিয়েছেন।
বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক শোকবার্তায় বিবৃতি দিয়েছেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি গোলাম সরোয়ার লিটন, বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আবির হাসান-মানিক প্রমুখ।
সাংবাদিক আবেদ মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, বেসরকারি টিভি আরটিভির সুনামগঞ্জ ষ্টাফ রিপোর্টার, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকাশক এবং সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটের সদস্য আবেদ মাহমুদ চৌধুরী বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।