রাত ১:০৭,   শুক্রবার,   ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের শোক

ছাতক প্রতিনিধি :
দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আরটিভি’র স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, হেলাল আহমদ, আরিফুর রহমান মানিকসহ প্রেসক্লাব নেতৃবৃন্দরা আবেদ মাহমুদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়া আবেদ মাহমুদ চৌধুরীর অকাল মৃত্যুতে অপর আরেক শোক বার্তায় সাংবাদিক অলিউর রহমান ও হাসান আহমদ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।