সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র দফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের আরটিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী দাফন সম্পন্ন হয়েছে।
জানাযায় বিশিষ্ট নাগরিক সহ নানা শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে বাদ আসর আরপিন নগর ঈদ গাহে ময়দানে জানাজার নামাজ শেষে পাশের কবরস্থানে তাকে চিরিনিদ্রায় শায়িত করা হয়।
এ সময় পারিবারের পক্ষ থেকে জানানো হয়, সকালে তার শারিরীক অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া।পরে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত্যু কালে তিনি দুই মেয়ে স্ত্রী ও আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণওগ্রাহী রেখে গেছেন।
তিনি সুনামগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি’ র দায়িত্বে ছিলেন। আবেদ মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সুনামগঞ্জ প্রেস ক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
সাংবাদিক আবেদ মামুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গনে।