সাংস্কৃতিক সংগঠক বাবু দিগ্বিজয় শর্মা চৌধুরী’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, সম্মাননাপ্রাপ্ত গুণী সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক বাবু দিগ্বিজয় শর্মা চৌধুরী (শিবু) এর অকাল প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা উচীদী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাড. কবি রবিউল লেইস রোকেশ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন প্রমুখ।
শোকসভায় সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মহসিন খাঁন, সঙ্গীত শিল্পী প্রীতিভূষণ চক্রবর্ত্তীর মাতা শেফালী চক্রবর্তী, নাট্য শিল্পী তপন কর এর মাতা মীরা রানী কর, উদীয়মান সঙ্গীত শিল্পী মাকসুদুর রহমান দিপু’র পিতা মো.আব্দুল ওয়াহিদ এর মৃত্যুতে শোক জানানো হয়।