সন্ধ্যা ৭:০২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাচনাবাজারে জোরপূর্বক দোকান ঘর দখল

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে দোকান ঘর “মা রক্ষাকালী স্বর্ণ শিল্পালয়” জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার সকালে গুরনার গ্রামের মুনসুর আলী, সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন, মোঃ আসাদ উল্ল্যা, বিশ্বজিত ঘোষ, হৃদয় ঘোষ ও আব্দুল হামিদ মিলে দোকান ঘরটি জোর করে দখল করেন।
জানা যায়, উত্তর কামলাবাজ গ্রামের হাজী আব্দুল বারিক এর নিকট হইতে কামলাবাজ মৌজার জেএল নং ১৮ খতিয়ান নং ২৬৩ দাগ নং ৭৪৬৭ পরিমান ০.১৯ শতাংশ দোকান রকম ভূমি ক্রয় করেন সাচনা গ্রামের বিমল বনিক ও সুমন বনিক। হাজী আব্দুল বারিক ক্রয়কৃত দোকান ঘর বুজিয়ে দেওয়ার সময় মুনসুুর আলী “মা রক্ষাকালী স্বর্ণ শিল্পালয়” জোর পূর্বক দখল করে। এসময় সুমন বনিক বাধা দিলে অকথ্য ভাষায় গালি ও হুমকি প্রদান করে।
আব্দুল বারিক বলেন, আমার রেকর্ডকৃত দোকান রকম ভূমি বিমল বনিক ও সুমন বনিকের কাছে বিক্রি করেছি, ঘর বুজাইয়া দেওয়ার সময় মুনসুর সহ আরও ১০/১৫ জন জোর করে দোকান ঘরটি দখল করে। আমি প্রশাসনের সহযোগিতা নিয়ে বিমল বনিককে দোকান ঘরটি সমজাইয়া দিতে চাই।
এ সময় দখলদার মুনসুরের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, সকালে আমার এখানে উনারা আসছিলেন , সময় দিতে পারিনি। আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।