‘সারা দেশে অ্যাপসের মাধ্যমে কেনা হবে ধান’
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী আমন মৌসুমে সারা দেশে অ্যাপসের মধ্যে কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। এরই মধ্যে সীমিত আকারে এই পদ্ধতিতে ধান কেনার কার্যক্রম খুবই ফলপ্রসু হয়েছে। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কর্মকর্তার বদলি নিয়ে ঝামেলা এড়াতে বদলি নীতিমালা করা হয়েছে। এছাড়া টুকিটাকি অসংগতি পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। তদারকির জন্য মন্ত্রী, সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে ২০টি দল গঠন করা হয়েছে।
মঙ্গলবার কালের কণ্ঠ-মন্ত্রীর মুখোমুখি অনুষ্ঠানে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী। কালের কণ্ঠ ফেসবুক পেইজ থেকে বিকালে এ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কালের কণ্ঠের উপ-প্রধান প্রতিবেদক পার্থ সারথি দাস।
কালের কণ্ঠ মন্ত্রীর মুখোমুখি অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকীর এ বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন এই দেশ খাদ্য উদ্ধৃত্তের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ও পরিকল্পনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমরা সরকার গঠনের পর খাদ্য মন্ত্রনালয়ের দায়িত্ব পাবার পর মাঠ পর্যায়ের সব ধরনের কর্মকর্তাসহ আমরা শুদ্ধাচার বিষয়ে কর্মশালা করেছি। প্রথমে দায়িত্ব গ্রহন করার পর মাঠ পর্যায়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আমরা শুদ্ধাচার নিয়ে কর্মশালাটি করেছি গুরুত্বের সঙ্গে। কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয়কে সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে সেখানে আলোচনা হয়েছে। আগে যাই হয়ে থাকুক না কেন নতুনভাবে পথ চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা সেই পথেই সামনের দিকে চলছি।
মন্ত্রী, সচিব ও ডিজি মিলে ২০টি দল গঠন করেছি। আমরা বিভিন্ন জেলা সফর করেছি। বিভিন্ন উপজেলার খাদ্য গুদামও পরিদর্শন করেছি। খাদ্য অধিদপ্তর ছাড়াও আমাদের মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন কর্মকান্ড তদারক করেছি।
বোরো মৌসুমে ৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করেছি। চাল সংগ্রহ করেছি ১০ হাজার মেট্রিক টন। ৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন আমন ধান আমরা সরাসরি কৃষকের কাছ থেকে নাষ্যমুল্যে কিনে সংগ্রহ করেছি। এক্ষেত্রে প্রকৃত তালিকা ধরে লটারি করে যোগ্য ও প্রকৃত কৃষকের কাছ থেকে তা সংগ্রহ করা হয়েছে।
অ্যাপসের মাধ্যমে ১৬ উপজেলায় অ্যাপসের মাধ্যমে ধান কেনা হয়েছে। আগামী আমন মৌসুমে দেশের সব জেলা থেকে অ্যাপসের মাধ্যমে ধান কেনা সম্ভব হবে বলে মনে করি। সূত্র- দৈনিক কালের কণ্ঠ