সন্ধ্যা ৭:২১,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সা‌কিব‌কে হুম‌কিদাতা মহ‌সিন দ. সুনামগ‌ঞ্জে আটক

স্টাফ রিপোর্টার :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুদারের (২৫) কে আটক ক‌রে‌ছে র‍্যাব। মঙ্গলবার সকা‌লে সুনামগ‌ঞ্জের দ‌ক্ষিণ সুনামগঞ্জ উপ‌জেলার পূর্ব পাগলা ইউ‌নিয়‌নের রণসী গ্রাম থে‌কে আটক করা হয় তা‌কে। সে সেখা‌নে এক আত্নীর বা‌ড়ি‌তে লু‌কিয়ে ছিল।
র‍্যাব সি‌পি‌সি ৩ কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল জানান, ঘটনার পর মহ‌সিন সি‌লেট পালি‌য়ে সুনামগ‌ঞ্জের দ‌ক্ষিণ সুনামগ‌ঞ্জের রণসী এলাকায় এক আত্নী‌য়ের বা‌ড়ি‌তে চ‌লে আ‌সে। মঙ্গলবার গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রে। তা‌কে সি‌লেট নি‌য়ে যাওয়া হ‌চ্ছে ব‌লে তি‌নি জানান।