রাত ৮:৫২,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণার দাবি গ্রীস জাগপা’র

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত অঞ্চচল ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গ্রীস শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৪ জুন) গ্রীসের রাজধানী এথেন্সের ওমানিয়া মক্কা রেস্টুরেন্টে এক সভায় জাগপার নেতৃবৃন্দ এ দাবি জানান।
আলতাবুর মিয়ার সভাপতিত্বে সভায় সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়ে জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া বলেন, প্রতিবছর বন্যার পানিতে সুনামগঞ্জবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতি কাটিয়ে ওঠতে হাওরপাড়ের মানুষের অনেক সময় লাগে। প্রতিবছর বন্যাকবলিতদের মধ্যে সরকার যে ত্রাণ বিতরণ করে তা যথেষ্ট নয়। ফলে অনেক মানুষ দুর্ভোগে দিনপাড় করেন। বন্যার পানিতে কৃষকদের ধান পর্যন্ত তলিয়ে যায়। এমতাবস্থায় সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করলে এই জেলার মানুষের দুর্দশা কিছুটা হলেও কমবে। সুনামগঞ্জ জেলাকে দ্রুত বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করতে সরকারের প্রতি আহবান জানান তিনি ।
সভায় আরও বক্তব্য রাখেন, জাগপা গ্রীস শাখা সিনিয়র সহ-সভাপতি মো. শানুর মিয়া, রাজন মিয়া, ছানাউর রহমান ছানা, ফরিদ মিয়া, কবির মিয়া প্রমুখ।