সন্ধ্যা ৭:৫০,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে জনসমাগমে নিষেধাজ্ঞা প্রদান করেছে প্রশাসন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জানাযায়, হাওর-বাওড় আর বাউল গানের এলাকা হিসেবেই পরিচিত সুনামগঞ্জ। জেলার টাঙ্গুয়ার হাওর কিংবা স্বচ্ছ জলের যাদুকাটা নদী, কিংবা সীমান্তের বারেকটিলা, শিমুল বাগান অথবা পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেক দেখতে প্রতিদিন হাজারো পর্যটন ঘুরতে আসেন সুনামগঞ্জে। তাছাড়া সুনামগঞ্জের সকল বিদ্যালয়-কলেজ বন্ধ ঘোষণা করায় যেনো পর্যটক সংখ্যা যেনো বৃদ্ধি না পায় সেজন্যই এ নিষেধাজ্ঞা প্রদান করেছে প্রশাসন।
এ ব্যপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বড় ধরনের লোক সমাগমের জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি।
তাছাড়া সবাই যাতে নিজ থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সেজন্য সবাইকে আহ্বান জানান তিনি।