সন্ধ্যা ৭:১৮,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের বন্যা দুর্গতদের পাশে কবি নাসরীন আবেদীন

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জে পর পর তৃতীয় দফা বন্যার কবলে পড়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া বিগত পাঁচ মাস যাবত করোনায় কর্ম হীন হয়ে আরো দুরবস্থায় জীবন যাপন করছে। মানুষের এই কষ্টের কথা বিবেচনা করে মরমী কবি হাসন রাজার প্রপুত্র ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সামসুল আবেদীনের স্ত্রী কবি নাসরীন আবেদীন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
বুধবার সকালে তেঘরিয়াস্থ বাসভবনে সুনামগঞ্জ শহরের বন্যা দুর্গত ১শ নারী পুরুষের মধ্যে নগদ ১হাজার টাকা করে বিতরণ করেন।
কবি নাসরীন আবেদীন বলেন, একেতো করোনার কারণে মানুষ কর্ম হীন হয়ে পড়েছে। তার উপর পর পর তৃতীয় দফা বন্যার কবলে পড়ে মানুষ চরম দুর্ভোগে আছে তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে সামান্য সহযোগিতা। আগামীতে এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে বলে ও আশা বাদ ব্যক্ত করেন।