সুনামগঞ্জের বেড়িগাঁয়ের করোনা আক্রান্ত নারীর স্বামীর নমুনার ফলাফল নেগেটিভ
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার বেড়িগাঁও গ্রামে করোনা আক্রান্ত রোগীর স্বামী করোনা আক্রান্ত নয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর আসনের সাংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।
পীর মিসবাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সুনামগঞ্জ সদরের বেরীগাও গ্রামের এক মহিলা সিলেট ওসমানীতে সন্তান জন্মের পর কভিড -১৯পজিটিভ ধরা পরেছিল। পরে বেরিগাও এর তার স্বামীর করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজকে(বৃহস্পতিবার) তার রিপোর্ট এসেছে। সিভিল সার্জন জানিয়েছেন, পরীক্ষায় মহিলার স্বামীর কভিড-১৯নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।