সুনামগঞ্জে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে ৫ গার্মেন্টকে জরিমানা
স্টাফ রিপোর্টার :
মাস্কের দাম বেশি রাখায় সুনামগঞ্জ শহরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর বুধবার রাতে অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫টি গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ন্যায্যমূল্যে বিক্রির তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।
অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, মাস্কের দাম বেশি রাখার খবর পেয়ে শহরের হকার্স মার্কেট ও ডিএস রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মাস্কের দাম বেশি রাখার বিষয়টি সত্যতা পেয়ে সুফিয়া গার্মেন্ট এন্ড এম্পোরিয়াম, ম্যানস ওয়াল্ডসহ ৫টি গার্মেন্টকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।