সুনামগঞ্জে অসহাদের মধ্যে ঈদ উহার প্রদান করলো যুবলীগ
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় কর্মহীনদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের তত্বাবধানে সুনামগঞ্জ পৌরসভা ষোলঘর, হালুয়াঘাট ও সদর উপজেলার আপ্তাব নগর, রহমত পুর, গোদার গাঁও সহ বিভিন্ন এলাকায় ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় অসহায় মানুষকে উপহার সামগ্রী হাতে তুলে দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর,জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, ছাত্রলীগ নেতা দেবরাজ ভট্টাচায্য প্রমুখ।
ঈদ উপলক্ষে উপহার সামগ্রি হিসেবে দেয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি। এতে সার্বিক সহযোগিতা করেন, নিউইয়র্ক যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুর রহমান।