সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার :
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এ স্লোগানের মাধ্যমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাংসদ অ্যাড. শামীমা শাহরিয়ার।
এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেনম, নারী নেত্রী শীলা রায়, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী প্রমুখ।