রাত ৮:০৬,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও একজন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৮ জন রোগী সনাক্ত করা হয়েছে।
এর মধ্যে সুনামগঞ্জ জেলার ১জন রোগী রয়েছেন। নতুন করোনা আক্রান্ত রোগীর বাড়ি জেলার জগন্নাথপুর উপজেলায়।
শুক্রবার সিলেট বিভাগের ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা ফলাফল পজেটিভ আসে। আক্রান্ত ৮ জনের মধ্যে হগিঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ২ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন রয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সুনামগঞ্জে বুধবার ৪জন ও বৃহস্পতিবার ৮জন করোনা রোগী সনাক্ত হন। এনিয়ে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫জনে।