রাত ৩:৩২,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও পাঁচজনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জে একদিন আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার রাতে সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার তিনজন, তাহিরপুর উপজেলার এক জন, ও ছাতক উপজেলার একজনের করোনায় আক্রান্ত বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ৩৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জানাযায়, রোববার রাজধানী ঢাকার করোনা পরীক্ষা ল্যাবে সুনামগঞ্জের কয়েজনের নমুনা পাঠানো হলে জেলার তিন উপজেলার পাঁচজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের আইসোলেশনে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমাদের ঢাকার ল্যাবে সুনামগঞ্জের পাঁচজনের করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে আমাদের করোনা রোগীর সংখ্যা হল ৭৫ জনে। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা আজ রোববার পর্যন্ত ৭৫ জনে দাঁড়িয়েছে।