রাত ১০:৩৭,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, ছাতক উপজেলার ৩ জন, শাল্লা উপজেলার একজন ও বিশ্বম্ভরপুর উপজেলায় একজন রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।
সবশেষ শনিবার (১১ জুলাই) সুনামগঞ্জের ১১ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৪২ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৭৩ জন, হবিগঞ্জে ৮৯৩ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।