দুপুর ১২:৩৮,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও ১৭জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, শাবির ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সুনামগঞ্জের ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৭ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
নতুন করে সুনামগঞ্জ সদর উপজেলায় ৮জন, ছাতক ৪জন, দিরাই ৩ ও বিশ্বম্ভরপুর উপজেলায় ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে সুনামগঞ্জে ১ হাজার ৫৫০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জে মারা গেছেন ১৫জন। সুস্থ হয়েছেন ১ হাজার ১৫০।