রাত ২:৫৭,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) এই ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ৫জন।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার আমাদেরর ল্যাবে সুনামগঞ্জ থেকে ১৪টি ও সিলেট থেকে ২৩ টি নমুনা আসে। এই ৩৭টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১১ জন ও সুনামগঞ্জের ৫ জন।
সুনামগঞ্জে এ পর্যন্ত ১ হাজার ৫১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫জনের।