সন্ধ্যা ৭:৫১,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরও ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে আরও ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি ল্যাবে পরীক্ষার ফলাফলে ৫জনের নমুনা পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে, তাহিরপুর উপজেলার ৩জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ ও দিরাই উপজেলার ১জন। তবে আক্রান্তরা কোন পেশার মানুষ তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
এনিয়ে সুনামগঞ্জে মোট ৬৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪জন।
সুনামগেঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, ৫জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।