রাত ১২:২৮,   শুক্রবার,   ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে আরও ৮ করোনা রোগী সনাক্ত

স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৬ জন রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ৮জন। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবের পরীক্ষা শেষে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সিলেটে বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯টি ভ্যালিড আসে। এরমধ্যে ১৬ জনের করোনা ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে সুনামগঞ্জ ছাড়াও, সিলেট ও হবিগঞ্জের রোগীও আছেন। তবে সুনামগঞ্জের কোন উপজেলায় রোগী সনাক্ত হয়েছেন জানা যায়নি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।