রাত ৯:৫০,   সোমবার,   ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আলোর রক্তদান’র কার্যালয় উদ্ধোধন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ শহরের বিহারী পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর রক্তদান সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। এর আগে কার্যালয় উদ্ধোধন উপলক্ষে এবং করোনা ভাইরাস থেকে থেকে বিশ্বের মানুষকে নিরাপদে থাকার লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহিফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ কার্যালয়ের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
পরে আলোর রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় ও আলোর রক্তদান সংস্থার সভাপতি ফেরদৌসী আক্তার তামান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথি’র বক্তব্য দেন নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা।
প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, তোমরা তরুণরা দেশের জন্য অনেক কাজ করছ। এগিয়ে যাও আমি সব সময় পাশে আছি। যে কোন প্রয়োজনে আমার কাছে তোমরা যাবে। রক্তদান কর্মসূচীর পাশাপাশি আমাদের যে সংকট দেখা দিয়েছে সে ব্যাপারেও সচেতনতা বাড়াতে কাজ করবে।
এছাড়ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, আলোর রক্তদান সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান সোহান, আলোর রক্তদান সংস্থার সিলেট জেলা শাখার সভাপতি সুনীল দাস, আলোর রক্তদান সংস্থা’র সুনামগঞ্জের সদস্য শফি আহমদ, ফারজানা আক্তার লিজা, জনি আহমেদ, রবিন আহমেদ, সজল, মহিমা আক্তার মৌ, সামি আহমেদ, জিয়াউর রহমান শিপু, মাছুম আহমেদ, সোহাগ, আহমেদ টিপু, আল আমিন, আরমান অপি, জামিনুল হক, রনজিত, চামেলী আক্তার, ফাহিমা আক্তার, রুয়েল তালুকদার , উজ্বল, অনি প্রমুখ।
আলোর রক্তদান সমাজ কল্যাণ সংস্থা শুধু রক্ত দান কার্যক্রম নয় আরও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। গরীব দুঃখী মানুষের কল্যাণেও কাজ করে থাকে।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান, দিলোয়ার হোসেন, সাজাদ আহমেদ ফাহিম।