সন্ধ্যা ৭:৫১,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে সদরের অচিন্তপুর গ্রামের কবরস্থানের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মো. উজ্জ্বল মিয়া (৩৩) সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের রবি মিয়ার ছেলে ও মো. তকবির হোসেন (৩০) একই গ্রামের আবু সালামের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।