সন্ধ্যা ৭:১২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে একদিনে আরও ৫১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে একদিনে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭৪ জনে।
জানাযায়, মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে সুনামগঞ্জের ৫১টি পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুইজন, জামালগঞ্জ উপজেলায় দুইজন, শাল্লা উপজেলায় দুইজন এবং দিরাই উপজেলায় একজন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে মোট করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।
সিভিল সার্জন ডা.শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে আজকে করোনায় শনাক্ত হয়েছেন ৫১ জন। আমরা তাদের বাড়িতেই আইসোলেশনে রাখবো এবং তাদের সংস্পর্শে আসা লোকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তবে আমাদের বর্তমানে করোনা থেকে সুস্থ হয়েছেন দুইশতাধিকের অধিক মানুষ। সেটি আমাদের জন্য ভালো সংবাদ।