রাত ১০:৩৬,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত আরও ২২ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার করোনায় আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৬ জনে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জানাযায়, বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৫৫ টি নমুনা পরীক্ষা করা হলে ২২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে, সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৯ জন ও জগন্নাথপুর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৬ জন এবং মারা গিয়েছেন ১৩ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে রোববার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আমরা সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করবো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবো।