রাত ৯:১৬,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে একদিনে ২২ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে একদিনে ২২জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্সও রয়েছেন বলে জানা গেছে।
নতুন আসা তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জেলার শাল্লা উপজেলায়।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, সিলেট ল্যাব থেকে আসা ফলাফলে মঙ্গলবার জেলায় ২২জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে তাহিরপুর উপজেলায় ৬জন, শাল্লা উপজেলায় ৫জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪জন, দিরাই উপজেলায় ৩জন, ছাতক উপজেলায় ৩জন ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে শাল্লায় উপজেলায় ৫জন, দিরাই উপজেলায় ৩জন স্বাস্থ্য কর্মী ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১জন চিকিৎসক রয়েছেন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ৫৮ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, আক্রান্তদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।