সুনামগঞ্জে এসএমই পণ্য মেলা উদ্বোধন : থাকছে ফ্রি ওয়াই-ফাই
স্টাফ রিপোর্টার :
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসএমই পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মেলা উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর এসে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সহকারী কমিশনার জহিরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা মহিলা সংস্থার সভানেত্রী ফৌজী আরা শাম্মী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের অংশ হিসেবে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে জেলা পর্যায়ে এসএমই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৫১টি স্টল অংশগ্রহণ করে। তাছাড়া আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০ উপলক্ষে জাদুঘর এলাকা ফ্রি ওয়াই-ফাই চালু থাকবে।
ওয়াই-ফাই নাম: ponnamela2020, পাস ওয়ার্ড: sunamganj100.
মেলা প্রতিদিন বিকাল ৫:০০ ঘটিকা থেকে রাত ৯:৩০ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।