রাত ৯:১০,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি

স্টাফ রিপোর্টার :
ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় ও সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় নামতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। সর্বশেষ সোমবার সকালে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সুরমা পানি কমে যাওয়ায় সুনামগঞ্জ শহরের অনেক এলাকায় থেক পানি নামতে শুরু করেছে। শহরের তেঘরিয়া, উত্তর আরপিন নগর, ষোলঘর, কাজিরপয়েন্টন, নবীনগর, উকিলপাড়ার সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, রোববার সকালে সুরমা পানি বিপদসীমার ৭০সে.মি উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সাথে সাথে পানি কমতে শুরু করে যা আজ সোমবার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে গেলে পাহাড়ি ঢলও কমে যাবে। এতে দ্রুত পানি নামতে শুরু করবে।