সকাল ১১:১৬,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২৬ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৭ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুনামগঞ্জের ২৬টি রিপোর্টে পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৯৭৭ জনে।
জানাযায়, রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৩২ টি নমুনা প্রেরণ করা হলে সেখান থেকে ২৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, ছাতক উপজেলায় ১২জন, দোয়ারাবাজার উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে শনিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৪ জন এবং মৃতবরণ করেছেন ৫ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, রোববার সুনামগঞ্জের ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে, সেখানে নতুন পুরাতন থাকতে পারে। তবে আক্রান্ত হওয়া সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে এবং আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।