সুনামগঞ্জে করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে ডিসি
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত রাখা করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০০ ওয়ার্ডের আইসোলেশন পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এ. এস. এম আব্দুল মোমেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ হাসপাতালটি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রদান করেন এবং তিনি আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের বাকি সকল ওয়ার্ড পরিদর্শন করেন।