সুনামগঞ্জে কৃষকের ধান কেটে দিতে নেতাকর্মীদের প্রতি স্বেচ্ছাসেবকলীগের আহবান
স্টাফ রিপোর্টার :
জেলাব্যাপী কৃষকের ধান কেটে দিতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী এবং সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ।
রোববার এক বিবৃতিতে এ আহবান জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে বোরো ফসল তুলতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সুনামগঞ্জে বাইরের জেলা থেকে শ্রমিক না আসায় তৈরি হয়েছে শ্রমিক সংকট। শ্রমিকস্বল্পতার কারণে হাওরাঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।
সামাজিক দূরত্ব মেনে স্বেচ্ছাসেবকলীগ জেলার অন্তর্গত সব ইউনিট (উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান সুয়েব চৌধুরী ও জুবের আহমদ অপু।