সুনামগঞ্জে গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও আটক অভিযান পরিচালনা করে।
অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মোল্লাপাড়া ইউনিয়নের সর্দাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে শামীম উদ্দিনের বাড়ির সামনের রাস্তার উপর থেকে ১.৮ কেজি গাঁজাসহ কামরুল (২৯) নামের ওই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯। কামরুল মোল্লাপাড়ার মো. বসর উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।