রাত ২:৪৭,   শনিবার,   ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ছাত্রীদের পর্ন ছবি দেখানোর অভিযোগে প্রধান শিক্ষক থানা হেফাজতে

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে বিদ্যালয়ের ছাত্রীদের পর্ন ছবি দেখানো ও যৌন হেনস্তার অভিযোগে গিয়াস উদ্দিন নামের এক প্রধান শিক্ষক কে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলাবর সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে ঐ প্রধান শিক্ষক কে থানায় নিয়ে আসে পুলিশ।
গিয়াস উদ্দিন শহরের বিলপাড় এলাকার বাসিন্ধা। তিনি মাইজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী জানান, মাইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির চার ছাত্রীকে কিছু দিন ধরে নানা অজুহাতে বিদ্যালয়ের ছাদে নিয়ে যেতেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সেখানে তাদের মোবাইলে পর্ন ছবি দেখাতেন তিনি। পর্ণ ছবি না দেখালে পরীক্ষায় ফেল ও নানা ভয়ভীতি দেখাতেন। মঙ্গলবারও চার ছাত্রীর মধ্যে দুই ছাত্রীকে চাদে নিয়ে পর্ন দেখানোর চেষ্ঠা করেন। অন্য দুই ছাত্রী বিষয়টি তাদের অভিভাবকদের জানান। ঘটনাটি জানাজানানি হয়ে গেলে স্থানীয় মানুষজন বিদ্যালয় ঘেরাও শিক্ষককে মারধর করেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্ধা ও সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। অভিযুক্ত শিক্ষককে থানা হেফাজতে দেয়া হয়েছে।
ছাত্রীদের অভিভাবকরা জানান, বেশ কিছু দিন ধরেই শিক্ষক গিয়াস উদ্দিন নানা অজুহাতে ছাত্রীদের চাদে নিয়ে ছাত্রীদের খারাপ ছবি দেখাতো। হাত ধরে টানাটানি করতো। ছবি না দেখলে নানা ভাবে হয়রানি করতো। আজ(মঙ্গলবার) একই কাজ করলে এলাকাবাসী নিয়ে আমরা বিদ্যালয় ঘেরাও করি। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ দিব।
সদর থানার ওসি সহিদুর রহমান জানান, বিদ্যায়লয়ের শিক্ষক কে থানা হেফাজতে রাখা হয়েছে। ছাত্রীদের পরিবারের লোকজন অভিযোগ দেয়ার জন্য থানায় এসেছেন।