দুপুর ১:৩২,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে তথ্যমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সুনামগঞ্জে তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা সচেতন নাগরিক কমিটি’র (সনাক) ধূর্জটি কুমার বসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রমুখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ বর্মন প্রমুখ।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাক ও টিআইবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
আলোচনা সভা শেষে তথ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অতিথিরা।