রাত ৮:০৫,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৬জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে দুই পুলিশ সদস্যসহ নতুর করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ল্যাব থেকে পাঠানো নমুনার ফলাফলে ৬জনের করোনা পজেটিভ আসে বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
দুই জন পুলিশ সদস্য বাদে তাহিরপুর উপজেলায় ৩জন ও ছাতক উপজেলায় ১জন করোনা আক্রান্ত হয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, করোনা আক্রান্ত দুই পুলিশ সদস্য জেলা শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনস হাসপাতালে আইসোলেশনে আছেন। অন্য আক্রন্তদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। সুস্থ হয়েছেন ৫০জন।