দুপুর ২:৪০,   শনিবার,   ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার :
সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে রেকর্ডকৃত জাতীয় সংগীত পরিবেশন এর সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহামন বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমাসহ সুনামগঞ্জ কালেক্টরেট এর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরোসের জন্য এবছর দূরত্ব বজায় রাখার নিয়ম মেনেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।