রাত ১২:১৪,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ধান ক্রয় উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে সরকারি ভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেছে কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ইউনিয়নের লালপুর বাজারে এই ধান চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। এ সময় কৃষি কার্ড দেখে প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হয়। উদ্বোধনী সময়ে কৃষি মন্ত্রীর সাথে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সদর উপজেলা চেয়ারম্যান খাইরুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ। এছাড়াও এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।