সুনামগঞ্জে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সুনামগঞ্জে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। সিলেট বিভাগের
আজ বুধবার (২২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে টেস্টে সিলেটের চার জেলায় নতুন করে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়- আজ বুধবার ওসমানীর ল্যাবে সিলেটের চার জেলার মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২১ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১৩ জনের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তিনি এ চেয়ে বেশি কিছু জানাতে পারেন নি।
এদিকে বুধবারের ১৩ জন মিলে সিলেট বিভাগে এপর্যন্ত ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন। তবে সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা গেছেন।