রাত ১০:১৬,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে পুলিশসহ করোনায় আরও আক্রান্ত ১৭জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে পুলিশসহ ও জেলার ৩ উপজেলার আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাবের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হলে ১৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে পুলিশ সদস্য, সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভপুর উপজেলা, ছাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলার রয়েছেন বলে জানান জেলার সিভিল সার্জন। তবে ১৭ জনের মধ্যে নতুন পুরাতন আক্রান্ত সংখ্যা নির্ধারণ না হওয়ায় উপজেলা ভিত্তিক সংখ্যা জানাতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আজকে সুনামগঞ্জে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এখানে করোনা আক্রান্ত ব্যক্তির দ্বিতীয়বার নমুনা পাঠানো ছিলো তাই কিছুটা সময় লাগবে নতুন ও পুরাতন জানতে। তবে আক্রান্ত সবাইকেই আইসোলেশনে নিয়ে আসা হবে।