রাত ১০:৩৪,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে পৌরসভার ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ-সিলেট সড়কের টেক্যানিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদর রনি (২৯) নামের এক মটরসাইকের আরোহী নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শামীম ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বড়ই গ্রামের মৃত গোলে নূর আহমদের ছেলে। সে শহরের হাসন নগর এলাকার সুলতানপুরে ১৫/১ নাম্বার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকত। সুনামগঞ্জ শহরের সে কয়েক বছর যাবৎ ব্যবসা করছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্ঠা করেছে সুনামগঞ্জ সদর খানা পুলিশ। পৌরসভা ট্রাক নং-৬।
নিহতের খালাতো ভাই সাহেব আলী বলেছেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন আমার খালাতো ভাই শামীম আহমেদ রনিকে পৌরসভার একটি ট্রাক চাপা দিয়েছে।
সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) জালাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি মটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে পৌরসভার ট্রাক । ট্রাকটিকে আটকের চেষ্ঠা চলছে। খুব সম্ভববত পৌরসভা ট্রাক নং-৬।
তবে এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভার ট্রাক চাপা দেয় নি। সিএনজি ঐ মটরসাইকেলেকে চাপা দিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) হুমাইয়ুর কবির জানান, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্থন্তর করা হবে।