রাত ৯:৩১,   মঙ্গলবার,   ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যেগে বৃক্ষরোপন

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কোষাধক্ষ্য ইশতিয়াক শামীম, জেলা আওয়ামী লীগ নেতা সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, আমির হোসেন রেজা, আবুল আজাদ রুমান প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচি পরিচালনা করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু।