সুনামগঞ্জে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধী গাছ লাগানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূুচির উদ্বোধন করেন, সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপিস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম, এডিএম মোঃ সোহেল মাহমুদ, সহকারী কমিশনার মোঃ জহিরুল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
জন্মশতবার্ষিকী উপলক্ষে পর্যায়ক্রমে জেলার ১১টি উপজেলায় গাছ লাগানোর জন্য সকল ইউএনওদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।