সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে যুবলীগের ঈদ উপহার
নিউজ ডেস্ক :
সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ঈদ উপলক্ষে উহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা (জলিলপুর, অবতপুর) বন্যাদুর্গত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ তত্ত্বাবধান করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, ছাত্রলীগ নেতা তপন বিশ্বাস প্রমুখ।