রাত ৮:৪৫,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার (৭ জুলাই) সকালে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও উন্নয়ন সংস্থা ইরার সহযোগিতা এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, উন্নযন সংস্থা ইরার প্রজেক্ট ডিরবক্টর মো. আশিকুর রহমান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য মো. রুহুল আমিন, ইরার প্রজেক্ট অফিসার মো. ফয়সাল আহমদ, মনিটরিং অফিসার মো. ফজলুল করিম।

চিকিৎসা প্রদান করছেন সুনমগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সনজিত রঞ্জন তালুকদার, এসএসিএমও আল জান্নাতুল ফেরদৌস।

এ মেডিকেল ক্যাম্পে পৌনে দুই শতাধিক বন্যার্ত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।